রাত ৩ টা বেজে ৫ মিনিট । হটাৎ করে ঘুম থেকে ধড়মড় উঠে পড়লাম । রূমে অনেক গরম । মনে হচ্ছে কেউ আগুন লাগিয়া দিয়েছে । কিছু বোঝার আগেই হালকা আলতে দেখলাম আমর হাতে রক্ত। তাড়াতাড়ি আলো জ্বালানোর জন্য সুইস দিলাম কিন্তু আলো কই? বরং রুম টা তো আরও বেশি অন্ধকার হয়ে গেল। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এর মধ্যে শুরু হল কান্নার শব্দ। এই শব্দ টা খুব ই তীক্ষ্ণ আমর কান ফেটে যাওয়ার মতো। এই সময় কান্নার শব্দ বন্ধ হল আমি একটু শস্তির নিঃশ্বাস ফেলার আগে ই আবার শুরু হল হাসির শব্দ যা আমার, যা আমার দম বন্ধ করে ফেলছিল । আমি ঘেমে পুরো ভিজে গেছি । জানালার পর্দাটা বাতাসে একটু উড়ে উটল আর আমি যা দেখলাম তা হল একটা খুব লম্বা হাত আমর দিকে আসছে । বাহিরে হালকা আছে চাঁদের এই হালকা আলোতে দেখলাম আরও একটা খুব লম্বা হাত যেটাতে রয়েছে একটা বিশাল দাঁ । যেটাদিয়ে এক কোপে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলা যাবে। আমি খুব ভয়ে ভয়ে উটে দারজার কাছে গেলাম । অনেক চেষ্টা করে ও টা খুলতে পারলাম না । আমি কি করবো কিছু বুঝতে পারছি না। বাহিরে কিছু সময় আগে ও আলো ছিল হটাৎ করে চারিদিক অন্ধকার হয়ে গেল । ঘরের বাতি টা ২ বার জ্বলে নিভে গেল । এই সময় এ যা দেখলাম টা খুব ই ভয়ানক কিনা আমি জানি না তবে এতটুকু বলতে পারি যে এমন কিছু দেখার কোন ইচ্ছা আমর কোন দিন ছিল না। আমি দেখলাম এটা আমর রুম না। আমি অন্য কোথাও । এই ঘরের কোন দরজা নেই। শুধু জানালা আছে । একটু আগে যেটাকে দরজা ভেবে খোলার জন্য অনেক চেষ্টা করেছিলাম সেটা আসলে একটা বন্ধ জানালা ।
আমি খুব অবাক হলাম আর খুব ভয় নিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছু সময় । মাঝে মাঝে ই হাসি কান্নার শব্ধ আসছে । আমি মোটামুটি এই পরিবেশটার সাথে মানিয়ে নিয়েছি । হটাৎ করে রুমে ৭ টা রং এর ৭ টা আলো রুমে এলো জানালা দিয়ে । রুমে এসে এ গুলো ৭ টা পাক দিল দেয়াল ঘেঁসে তার পর হটাৎ করে সব আলো গুলো একেবারে থেমে গেল আর একটু একটু করে আলো গুলো বড় হতে শুরু করলো। একটা সময় সেগুলো একেকটা মানুষের মতো আকার ধারণ করল । সবাই খুব লম্বা । লাল রঙ এর মানুষের আকারের যেটা সেটা খুব বেশি লম্বা । আমার মনে হই সে দলপতি। আমার দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দিল সেটা মানুষের হাসির মতো না সে টা কিসের হাসি আমি জানি না আমি এর আগে কোনো দিন এমন হাসি শুনি নাই। বেগুনী রং এর টা কি যেন করল আর সাথে সাথে পুরা রুম টা যেন মশাতে ভরে গেলো। শুধু মশা আর মশা । হাজার হাজার মশা, না তার থেকে ও অনেক বেশি, কোটি কোটি মশা। আর সব মাসা গুলো আমকে ব্যাপক ভাবে কামড়াল ... কিতু আমি কিছু অনুভব করছি না শুধু দেখছি আর দেখছি । একটু পর খেয়াল করলাম নিচে মানুষের মতো কেও শুয়ে আছে যার মাথা নাই । গলা দিয়ে রক্ত বের হচ্ছে, একটু দূরে মাথাটা পড়ে আছে কাছে গিয়ে দেখি ,মাথাটা দেখতে পুরা আমার মাথার মতো দেখতে.....................।
বিঃ দ্রঃ এটা আমি আমার নিজের বিনোদনের জন্য লিখেছি। আমি যে খুব ভলো লিখি তা কিন্তু নয় বরং আমি পরে যখন লেখা গুলো পড়ি তখন আমার খুব হাসি পাই ।।🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣