Tuesday, December 31, 2019

2019 শেষে বাংলাদেশ || Tobibur Rahman

Bangladesh Flag – Colors, Symbols, Meaning

কিছু সময় পর শেষ হবে 2019 । আজ থেকে 48 বছর আগে বাংলার দামাল ছেলেরা আমার এই প্রিয় দেশটাকে স্বাধীন করেছে । স্বাধীন ভাবে বাঁচার জন্য। নিরাপদে জীবন যাপন করার জন্য । যাতে বিদেশি দস্যু গুলো আর আমাদের শোষণ করতে না পারে । যাতে আমাদের ওপর অত্যাচার করতে না পারে, যাতে বাংলার প্রতিটি মানুষ স্বাধীন ভাবে সুখে স্বাদ-ছন্দে বাঁচতে পারে । এই জন্য শুধু এই জন্য লক্ষ লক্ষ মানুষ প্রান দিয়েছে , দেশকে ভালবেসে নিজের বুকটা বন্দুকের গুলির সামনে দিয়েছে দেশটাকে স্বাধীন করেতে । শহীদ হয়েছে অনেকে ই । দেশের মানুষ যেন ভালো ভাবে বাঁচতে পারে । আমি যতই বলি না কেন তা কম হবে । শুধু বলব ভালো থাকো ।

আর এই মহান বিজয় এর জন্য বাংলার মানুষ সব সময় যাকে স্মরণ করে সে আর কেউ নয় সকলের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি । তার জন্য ই আমরা  পেয়েছি একটা স্বাধীন রাষ্ট্র । খুব গর্ব হয় নিজের দেশটাকে নিয়ে ।  কিন্তু আজ 2019 এর শেষ প্রান্তে দাড়িয়ে মনের এক কোন থেকে কিছু প্রশ্ন উকি দিচ্ছে । প্রশ্ন গুলো আমাকে খুব করে ভাবায়, আমি ও ভাবতে থাকি আর ভাবতে ভাবতে  ঘুমিয়ে পড়ি । আর কিছু অসহায় মানুষ , শিশু এই কনকনে শীতে রাস্তাই ঘুমিয়ে পড়ে ।

প্রশ্ন ১ঃ বাহাত্তর এর ভাষা আন্দোলন এ বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে অনেকে ই শহীদ হন । কিন্তু আজ দেশের ৯৫% মানুষ বাংলাতে এক ঘণ্টা কথা বলতে পারে না কেন ? তারা এক লাইন কথা বলার সময় দুইটা বাংলা বললে ৫ টা ইংরেজি বলে । এটা নাকি smartness ! (F M Radio শুনলে বুঝবেন

প্রশ্ন ২ঃ বাংলার মানুষ কি সত্যিই স্বাধীন ?? (দেশের খবর দেখুন আমদের দেশে খুব ভালো মানের খবরের চ্যানেল আছে । আর সাংবাদিক গুলো তো পুরায় অস্থির । মাঝে মাঝে শোনা যায় তাদের নাকি বেতন দেয়া হয় না শুধু পরিচয় পত্র দেয়া হয় । ( আমি সঠিক জানি না শুধু শুনেছি  তবে এটার সত্যতা আমি যাচাই করি নাই ))।


আর ও অনেক প্রশ্ন আছে যেগুলা আর লিখতে ইচ্ছা করছে না (তবে আপনারা যদি জানতে চান তো পরের পোস্ট এ বাকি  প্রশ্ন গুলো নিয়ে লিখব ) ।

 কাজেই  কিছু উত্তর দিই

উত্তর ১ঃ প্রশ্নের মাঝে ই উত্তর দেয়া আছে । আবার দিই , বাংলার কিছু মানুষ মনে করে কথায় কথায়  ইংরেজি বলা  smartness এর মধ্যে পড়ে তাই তারা কথায় কথায় ইংরেজি  বলে । আমি এটাকে বলি ভাব ধরা ।

উত্তর ২ঃ বাংলার কিছু সংখ্যক মানুষ একটু বেশি স্বাধীনতা পেয়েছে তার ফলেই আর কি এই সব ......।
যেই দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয় গুলতে যেই সব ঘটনা ঘটে !! আর সেটা একবার হলে মেনে নেয়া যায় কিন্তু একই ঘটনা বার বার , বার বার ঘটে । কেন ঘটে?? কেন বার বার ঘটে ???

কে জানি.........

বাংলাদেশ তো সবই ঘটতে পারে সবই  সম্ভব  ..............................

যায় হোক সকলকে 2020 এর শুভেচ্ছা ।

 * সাজিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত আশা করি বুঝেছেন .........।




Thursday, October 24, 2019

🥚🥚🥚EGG🥚🥚🥚 Part 1 ||🍳🍳ডিম🍳🍳 পর্ব ১|| by TOBIBUR RAHMAN

Image result for green egg
Add caption
ডিম কি??? খাবার!!! হুমম এটা বলেই মগা পাড়ার হকিম মিয়া হনহন করে গোলিটার মধ্যে চলে গেল। আমি কিছু না বুঝে হা করে দাড়িয়ে আছি আর ভাবছি হকিম মিয়া হনহন করে চলে গেল কেন । হঠাৎ করে একটা মশা আমার মুখ দিয়ে সোজা আমার পেটে চলে গেল। আমার খুব ভয় করছে  কি যে করি??? এই সময়ে আমার সামনে এগিয়ে আসছে একটি খুবই সুন্দরী মুরগী। এটা পুরোটাই সবুজ রঙের মুরগী আর তার ঠোঁট এর রং লাল টুকটুকে । আকার টা খুব বেশি বড় নয়।। তবে দেখতে খুবই সুন্দরী। আমি মোরগ হলে মুরগিটাক প্রোপোজ করতাম।  যায় হোক, একজন লোক হাতে একটা লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি এমনিতেই মশা গিলে টেনশনে আছি তার মধ্যে এই সব ঝামেলা ভালো লাগেনা আর। আমি ঘাবড়ে গেলাম এটা ভেবে যে, একটা লোক এই সময়ে, তা ও আবার হাতে একটা ইইইইয়া বড় লাঠি নিয়ে আমার দিকে কেন আসবে ???  তবু্ও নিজেকে অনেক কষ্টে সামলে নিলাম। লোকটা এসে মুরগী টা নিয়ে চলে যাচ্ছিল আমি পথ আটকালাম। বললাম মুরগীটা খুবই সুন্দরী। এমন মুরগী আগে কখনও আমি দেখিনি কোনোদিন। পুরো টাই লাল আর সবুজ। লোকটা আমকে তখন জবাব দিল যে, এই মুরগী যেনতেন মুরগী না!!! মানে? মানে হচ্ছ, এটা হাইব্রিড মুরগি। আমার খামারে এরকম অনেক  মুরগী আছে যেগুলা বিভিন্ন রকম রঙের। আর এই মুরগী গুলো বিভিন্ন রকম রঙের ডিম পাড়ে। মা আমাকে ডাকছে কাজেই আর লোকটার সাথে কথা বলতে পারবো না। তাই নাম জানতে চাইলাম। লোকটা ফিক করে হেসে দিল । আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। কি বড় চোখ তার!!!! আমকে এই ভাবে দেখছ কেন? লোকটা আবার ফিক করে হেসে দিল আর বলল আমি ডক্টর বল্টু । আর এই নাও আমার খামারের ঠিকানা। একদিন আসলে খুব খুশি হব। বলে লোকটা মানে বল্টু সাহেব চলে গেল। আমি মা এর কাছে চলে গেলাম। মা খুব বুদ্ধিমতি আমার মুখের দিকে তাকিয়ে আমকে জিজ্ঞেস করলেন, কি? তুমি কিছু নিয়ে টেনশন করছ? মশা খেয়েছ ??? হুমম!!!। কিছু হবে না আমি ও খেতাম মাঝে মধ্যে। বলে আমার হাত থেকে বল্টুর দেয়া কার্ড টা নিয়ে দেখে আবার  আমাকে দিয়ে চলে গেল। আমি কি যে করি, আসলে আমার আবার কিছু না করলে হয় না। তাই পাশের বাসার আবুল আলী র সাথে দেখা করতে গেলাম। আবুল ভাই খুব ভালো মানুষ। সারাদিন তিনি পড়াশোনা করেন। আমি বেল দিতেই দরজা খুলে গেল। আমি ভিতরে গিয়ে দেখি ভাই মশা নিয়ে পড়ছেন। আমি তার কাছে জানতে চাইলাম মশার বেপারে। তিনি প্রায় ১ ঘণ্টা ধরে কি যেন সব ঝামেলা বুঝালেন আমকে  কিন্তু আমি কিছুই বুঝি নাই। আমি যে তার কথা গুলো বুঝতে পারি নাই, এটা আমি তখন বুঝি নাই, কাজেই যখন-ই বুজলাম যে আমি আসলে আবুল ভাইএর কথা গুলা  বুঝি নাই তখন শুধুই মুখটা ফাপ করে বসেছিলাম। রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়ে দেখি আমার পড়ার টেবিলে একটা সবুজ রঙের ডিম!!!!

baki ta pore likhbo, ami akhn khub e busy kawk niye jodi o se akhn nai......

Tuesday, September 24, 2019

রহস্য জানালা !!! Rohosso janala!!! Mysterious Window || By TOBIBUR RAHMAN


রাত ৩ টা বেজে ৫ মিনিট । হটাৎ করে ঘুম থেকে ধড়মড় উঠে পড়লাম । রূমে অনেক গরম । মনে হচ্ছে কেউ আগুন লাগিয়া দিয়েছে । কিছু বোঝার আগেই হালকা আলতে দেখলাম আমর হাতে রক্ত। তাড়াতাড়ি আলো জ্বালানোর জন্য সুইস দিলাম কিন্তু আলো কই? বরং রুম টা তো আরও বেশি অন্ধকার হয়ে গেল। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এর মধ্যে শুরু হল কান্নার শব্দ। এই শব্দ টা খুব ই তীক্ষ্ণ আমর কান ফেটে যাওয়ার মতো। এই সময় কান্নার শব্দ বন্ধ হল আমি একটু শস্তির নিঃশ্বাস ফেলার আগে ই আবার শুরু হল হাসির শব্দ যা আমার, যা আমার দম বন্ধ করে ফেলছিল । আমি ঘেমে পুরো ভিজে গেছি । জানালার পর্দাটা বাতাসে একটু উড়ে উটল আর আমি যা দেখলাম তা হল একটা খুব লম্বা হাত আমর দিকে আসছে । বাহিরে হালকা আছে চাঁদের এই হালকা আলোতে দেখলাম আরও একটা খুব লম্বা হাত যেটাতে রয়েছে একটা বিশাল দাঁ । যেটাদিয়ে এক কোপে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলা যাবে। আমি খুব ভয়ে ভয়ে উটে দারজার কাছে গেলাম । অনেক চেষ্টা করে ও টা খুলতে পারলাম না । আমি কি করবো কিছু বুঝতে পারছি না। বাহিরে কিছু সময় আগে ও আলো ছিল হটাৎ করে চারিদিক অন্ধকার হয়ে গেল । ঘরের বাতি টা ২ বার জ্বলে নিভে গেল । এই সময় এ যা দেখলাম টা খুব ই ভয়ানক কিনা আমি জানি না তবে এতটুকু বলতে পারি যে এমন কিছু দেখার কোন ইচ্ছা আমর কোন দিন ছিল না। আমি দেখলাম এটা আমর রুম না। আমি অন্য কোথাও । এই ঘরের কোন দরজা নেই। শুধু জানালা আছে । একটু আগে যেটাকে দরজা ভেবে খোলার জন্য অনেক চেষ্টা করেছিলাম সেটা আসলে একটা বন্ধ জানালা ।

Mysterious, Window, Old, Glass, Table, Architecture
 আমি খুব অবাক হলাম আর খুব ভয় নিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছু সময় । মাঝে মাঝে ই হাসি কান্নার শব্ধ আসছে । আমি মোটামুটি এই পরিবেশটার সাথে মানিয়ে নিয়েছি । হটাৎ করে রুমে ৭ টা রং এর ৭ টা আলো রুমে এলো জানালা দিয়ে । রুমে এসে এ গুলো ৭ টা পাক দিল দেয়াল ঘেঁসে তার পর হটাৎ করে সব আলো গুলো একেবারে থেমে গেল আর একটু একটু করে আলো গুলো বড় হতে শুরু করলো। একটা সময় সেগুলো একেকটা মানুষের মতো আকার ধারণ করল । সবাই খুব লম্বা । লাল রঙ এর মানুষের আকারের যেটা সেটা খুব বেশি লম্বা । আমার মনে হই সে দলপতি। আমার দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দিল সেটা মানুষের হাসির মতো না সে টা কিসের হাসি আমি জানি না আমি এর আগে কোনো দিন এমন হাসি শুনি নাই। বেগুনী রং এর টা কি যেন করল আর সাথে সাথে পুরা রুম টা যেন মশাতে ভরে গেলো। শুধু মশা আর মশা । হাজার হাজার মশা, না তার থেকে ও অনেক বেশি, কোটি কোটি মশা। আর সব মাসা গুলো আমকে ব্যাপক ভাবে কামড়াল ... কিতু আমি কিছু অনুভব করছি না শুধু দেখছি আর দেখছি । একটু পর খেয়াল করলাম নিচে মানুষের মতো কেও শুয়ে আছে যার মাথা নাই । গলা দিয়ে রক্ত বের হচ্ছে, একটু দূরে মাথাটা পড়ে আছে কাছে গিয়ে দেখি ,মাথাটা দেখতে পুরা আমার মাথার মতো দেখতে.....................।
বিঃ দ্রঃ এটা আমি আমার নিজের বিনোদনের জন্য লিখেছি। আমি যে খুব ভলো লিখি তা কিন্তু নয় বরং আমি পরে যখন লেখা গুলো পড়ি তখন আমার খুব হাসি পাই ।।🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

2019 শেষে বাংলাদেশ || Tobibur Rahman

কিছু সময় পর শেষ হবে 2019 । আজ থেকে 48 বছর আগে বাংলার দামাল ছেলেরা আমার এই প্রিয় দেশটাকে স্বাধীন করেছে । স্বাধীন ভাবে বাঁচার জন্য। নিরাপ...